জাতীয়

কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে নূর হোসেনকে

নিরাপত্তার স্বার্থে বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে। শুক্রবার বিকেল ৪টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) ড. খন্দকার মহিদউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তার স্বার্থে নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে।    এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়। পরে আদালতের বিচারক নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সকাল সাড়ে ৮টায় ঢাকার র‌্যাব-১ কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে, নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার পেছনে কারা জড়িত রয়েছে তা বেরিয়ে আসবে বলে নিহতের পরিবারসহ নারায়ণগঞ্জের সচেতন মহল মনে করছেন। এছাড়া নূর হোসেনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী বর্তমান কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি। একই সঙ্গে তিনি যে মামলাটি করেছেন সেই মামলার পুনরায় তদন্ত দাবি করেছেন। নূর হোসেনকে নারায়ণগঞ্জে নিয়ে আসার পর নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি তার প্রতিক্রিয়ায় এ কথা বলেন।উল্লেখ্য, গত বছরের (২০১৪ সাল) ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করেন র‌্যাব-১১ এর কতিপয় সদস্য। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে হাত-পা বাধা অবস্থায় সাত জনেরই মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়।শাহাদাত হোসেন/এআরএ/এমএস

Advertisement