পুরো বিশ্বই এখন করোনা আক্রান্ত। করোনার প্রভাবে বিধ্বস্ত হচ্ছে বিশ্ব অর্থনীতি। তারই ধারাবাহিকতায় ফ্রান্সের ৮ মিলিয়ন চাকরিজীবী ও শ্রমিকের ওপর করোনাভাইরাসের প্রভাব পড়েছে। গত এক সপ্তাহেই নতুন করে যোগ হয়েছে ৩ মিলিয়ন মানুষ।
Advertisement
জানা যায়, এ নিয়ে দেশটির মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পাশাপাশি প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের উপরও। ফ্রান্সে বসবাসরত অনেক বাংলাদেশিই ইতোমধ্যে চাকরি হারিয়েছেন। যাদের বেশিরভাগের বৈধ কাগজপত্র নেই।
তবে নিয়মিতদের মধ্যে যারা ইতোপূর্বে কর্মরত ছিলেন, তাদের অনেকেই ফ্রান্স সরকারের সামাজিক সুরক্ষার আওতায় বেতনের শতকরা ৮০-৯০ ভাগ পাচ্ছেন। ফ্রান্সের শ্রমমন্ত্রী মিউরিয়েল প্যানিকাউডে ট্যুইটারে জানান, ‘আমরা চাকরিজীবী, শ্রমিক ও ব্যবসায়ীদের রক্ষায় ব্যাপকভাবে বিনিয়োগ করছি।’
এ সময়ে সংকটে আছে বৈধ কাগজহীন অনিয়মিত বাংলাদেশিরা। একদিকে তাদের কাজ নেই, আবার সরকারি সামাজিক সুরক্ষার আওতায়ও তারা পড়ছেন না। ফলে উভয় সংকটে আছেন তারা। তাদের জন্য একাধিক সামাজিক সংগঠন উদ্যোগ নিয়েছে। অনেকেই ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন।
Advertisement
এসইউ/জেআইএম