সাহিত্য

স্বাধীনতা মানে

সিবগাতুর রহমান

Advertisement

স্বাধীনতা মানে শিশুর মুখেথোকা থোকা ‘মা’ ডাকা,স্বাধীনতা মানে চিন্তিত মা’রবিনিদ্র রাত জাগা।

স্বাধীনতা মানে বৈশাখি মেলাকৃষ্ণচূড়ার হাসি,স্বাধীনতা মানে একসাথে চলাবহুজাত ভাষাভাষি।

স্বাধীনতা মানে আষাঢ় মাসেরঅঝোর ধারার ঢল,স্বাধীনতা মানে প্রতীক্ষমানপ্রেমিকার চোখে জল।

Advertisement

স্বাধীনতা মানে লাঞ্ছিতা বোনেরকান্নার মৃদুস্বর,স্বাধীনতা মানে রবি, নজরুলআর শেখ মুজিবর।

স্বাধীনতা মানে বজ্রমুষ্ঠিস্লোগানে স্লোগানে উত্তাল,স্বাধীনতা মানে জয় বাংলালাখো আলোকিত মশাল।

স্বাধীনতা মানে ফুলের হাসিমাঝির কণ্ঠে গান,স্বাধীনতা মানে লাল-সবুজ একপতাকার সম্মান।

এসইউ/জেআইএম

Advertisement