জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি নতুন বৈদ্যুতিক গাড়ি আনছে বাজারে। এমনকি এটাই মারুতি সুজুকির প্রথম বৈদ্যুতিক এসইউভি, যার নাম ভিটারা। এর ডিজাইন, ফিচার, ব্যাটারি সব কিছুই ব্যাবহারকারীদের মন কেড়ে নেবে।
Advertisement
ই-ভিটারার ডিজাইন প্রিমিয়াম লুক প্রদান করে, যেখানে ইউনিক হেডলাইট ডিজাইন এবং এরোডাইনামিক অ্যালয় হুইল রয়েছে। অভ্যন্তরে মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং সানরুফের মতো আধুনিক ফিচার রয়েছে। নিরাপত্তার জন্য ৭টি এয়ারব্যাগ, ইলেকট্রিক পার্কিং ব্রেক, অটো হোল্ড এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম (এডিএএস) অন্তর্ভুক্ত রয়েছে।
ই-ভিটারায় ৪৯ কিলোওয়াটআওয়ার এবং ৬১ কিলোওয়াটআওয়ার এর দুটি ব্যাটারি প্যাকের বিকল্প থাকতে পারে, যা একবার পূর্ণ চার্জে ৪০০-৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করতে সক্ষম। এতে ইকো, নরমাল এবং স্পোর্ট মোডসহ তিনটি ড্রাইভিং মোড থাকবে, যেখানে ইকো মোডে সর্বোচ্চ মাইলেজ পাওয়া যাবে।
ই-ভিটারার প্রধান সুবিধা হলো এর দীর্ঘ রেঞ্জ, উন্নত ফিচার এবং মারুতি সুজুকির নির্ভরযোগ্যতা। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী সমাধান প্রদান করবে, যা বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করবে। মারুতি সুজুকি ই-ভিটারার আনুমানিক দাম ১৭ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে হতে পারে। তবে লঞ্চের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
Advertisement
কেএসকে/জিকেএস