ভ্রমণ

নিরাপদে ঘুরে আসুন সিকিম

এনআরসি ইস্যুতে উত্তাল ভারতের বিভিন্ন প্রদেশ। এনিয়ে ভারত ভ্রমণে আগ্রহী পর্যটকদের মনে নানা রকম শঙ্কা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এনিয়ে চলছে নানা আলোচনা।

Advertisement

তবে সম্প্রতি ঘুরে আসা পর্যটক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ভারতে সিকিম ভ্রমণে তেমন কোনো শঙ্কা নেই। নিরাপদেই ঘুরে আসছেন পর্যটকরা।

এখনই সিকিম ভ্রমণের উপযুক্ত সময়। তাইতো প্রতিদিনই পঞ্চগড়ের বাংলাবান্দা ইমিগ্রেশনে ভিড় করছেন হাজারো পর্যটক।

এমনই এক পর্যটক হামিনা হুমাইরা বিনতে হামিদ। সিকিম ঘুরে এসে শুক্রবার রাতে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমরা আজ সিকিম এসেছি। আসা পর্যন্ত কোথাও রাজনৈতিক অস্থিতিশীলতা জনিত কোনো সমস্যার সম্মুখীন হইনি। তবে শিলিগুড়ি পর্যন্ত মানুষদের মধ্যে বাংলাদেশিদের কম পছন্দ করার প্রবণতা আছে বলে আমার মনে হয়েছে। তবে এতে সিকিম যাওয়াতে কোনো সমস্যা হয়নি আমাদের। সিকিমে সবকিছু ঠিক আছে তবে অনেক ঠান্ডা।’

Advertisement

সিকিম ভ্রমণের নতুন নিয়ম উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আগে যেমন যেদিন যেখানে যাবেন সেদিন সেই জায়গার পারমিশন নেয়া যেত। এখন আর সেটা হয় না। একদিন আগে পারমিশন নিতে হয়। যেমন- আমরা আজ গ্যাংটক পৌঁছেছি। তবে আগামীকাল ছাঙ্গু/নর্থ সিক্কিম কোথাও যেতে পারবো না। আগামীকাল সকাল ১১টার মধ্যে সব পেপার এজেন্সিতে জমা দিতে হবে এবং আগামীকাল পারমিশন নিলে তবেই আমরা পরশুদিন ছাঙ্গু /নর্থ সিকিম যেতে পারবো।’

পড়ুন - সিকিমে গেলে যে ৫টি জায়গায় অবশ্যই যাবেন

এএ

Advertisement