আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ জুন ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ জুন ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

নিজ দেশেও ‘পরবাসী’ ভারতের মুসলিমরা

ভারতের আসাম রাজ্যের ৬৭ বছর বয়সী সাইকেল মেরামতকারক ওফা আলী। ৩১ মে নিজের ভাড়া বাড়িতে ফিরে এলেও, ঠিক তার আগের চার দিন কেটেছে পাশের দেশ বাংলাদেশে আটক থেকে। ওফা আলী বলেন, আমরা নীল আকাশের নিচে নরক দেখেছি। ভারতের দিকে ফিরতে চাইলে বিএসএফ তাদের রাবার বুলেটে গুলি করে বলে দাবি করেন তিনি। পাশের গোলাঘাট জেলা থেকে আটক ৫০ বছর বয়সী রাহিমা বেগম বলেন, আমি যখন দৌড়ে বাংলাদেশের দিকে যেতে চাইলাম, বিজিবি আমাকে মারধর করে। আর বিএসএফ বলছিল, যদি না যাও, গুলি করবো।

গাজায় আগ্রাসন: যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল

ইরান-ইসরায়েলের ‘১২ দিনের যুদ্ধ’ থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের ভাগ্য এখনো পরিবর্তন হয়নি। তবে সেই সম্ভাবনা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। গাজায় নতুন যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীরা জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামসের এক কর্মকর্তা। এদিকে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের দাবি, চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে হামাস ও ইসরায়েল।

ইসরায়েলি হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানীসহ পরিবারের ১১ সদস্য নিহত

ইসরায়েলি হামলায় ইরানের এক পরমাণু বিজ্ঞানীসহ একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। ইরানের প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে ইসরায়েলি হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানী সেদিঘি সাবেরসহ তার পরিবারের ১১ সদস্য নিহত হন।

Advertisement

চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির দুই দিন পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ চীনে দুই দিনের সফরে গেছেন। বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এবং চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা ও আলোচনা করতে চীন সফর করছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে ইরান: খামেনি

বিবৃতিতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নামে, কারণ তারা বিশ্বাস করেছিল- হস্তক্ষেপ না করলে জায়োনিস্ট শাসনের (ইসরায়েল) সম্পূর্ণ পতন হবে। কিন্তু এই যুদ্ধ থেকে তারা কিছুই পায়নি। বরং ইরান বিজয় অর্জন করেছে ও যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে।

ইরানি ড্রোন প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করেছে ফ্রান্স

ইসরায়েলকে ইরানি ড্রোন প্রতিহত করতে সহায়তা করেছে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লকোহনু ফ্রান্সের পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা অথবা রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে ১০টিরও কম ড্রোনকে প্রতিহত করেছে বলে আমি নিশ্চিত করতে পারি।

ইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে: সিআইএ প্রধান

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ বলেছেন, মার্কিন হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে এবং বছরের পর বছর পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, যদিও তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে বলে ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

Advertisement

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

বৃহস্পতিবার (২৬ জুন) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের বরাতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, যারা ‘এফ’, ‘এম’ বা ‘জে’ ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন, তাদের নিজের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রাইভেসি (গোপনীয়তা) ‘পাবলিক’ অর্থাৎ সর্বজনীন অবস্থায় রাখার অনুরোধ করা হয়েছে। কর্তৃপক্ষ যেন আপনার পরিচয় এবং যুক্তরাষ্ট্রে প্রবেশযোগ্যতা যাচাই করতে সহজে প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করতে পারে, তাই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চীনে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু, ঘরছাড়া ৮০ হাজারের বেশি মানুষ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন ৮০ হাজারেরও বেশি মানুষ। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে অঞ্চলটিতে ‘ব্যতিক্রমধর্মী’ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ট্রাম্পের মন্তব্যে ধস নামলো ডলারের দামে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ও নীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে মার্কিন ডলারের ব্যাপক দরপতন হয়েছে। ইউরো, পাউন্ড, ইয়েন ও সুইস ফ্রাঁর বিপরীতে ডলার পৌঁছেছে বহু বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, ফেডারেল রিজার্ভের (মার্কিন কেন্দ্রীয় ব্যাংক) স্বাধীনতায় ট্রাম্পের হস্তক্ষেপমূলক মনোভাব এবং ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।

এসএএইচ/জেআইএম