কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল হোসেন মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৯টার দিকে তাকে নতুন ভবনের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পাঠান।
হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী বিল্লাল হোসেন জানান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল হোসেন মজুমদার রাত আটটার দিকে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢামেকে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে নতুন ভবনের সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Advertisement
কাজী আল-আমিন/জেএইচ