আজকের আয়োজন

আজকের এই দিনে : ১১ সেপ্টেম্বর ২০১৯

১৩০৪ সালের এই দিনে তৃতীয় উইলিয়াম হল্যান্ডের আর্ল মনোনীত হন।

Advertisement

১৬৮০ সালের এই দিনে জাপানের সম্রাট গো-মিজিউনোর মৃত্যু।

১৭৪১ সালের এই দিনে রানি মারিয়া থেরেসা হাঙ্গেরির সংসদে বক্তৃতা করেন।

১৮০০ সালের এই দিনে নিউ ইয়র্কের সিনেটর ড্যানিয়েল এস ডিকিনসনের জন্ম।

Advertisement

১৮২৩ সালের এই দিনে অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর মৃত্যু।

১৮৫৩ সালের এই দিনে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।

১৮৬২ সালের এই দিনে মার্কিন ছোটগল্পকার ও হেনরির জন্ম।

১৮৭৫ সালের এই দিনে সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়

Advertisement

১৮৮৫ সালের এই দিনে ইংরেজ সাহিত্যিক ডি. এইচ লরেন্সের জন্ম।

১৮৯৫ সালের এই দিনে বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়।

১৯০৭ সালের এই দিনে কবি সুফী মোতাহার হোসেনের জন্ম।

১৯০৯ সালের এই দিনে ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন কারে আবিষ্কার করেন।

১৯১০ সালের এই দিনে বাণিজ্যিক বৈদ্যুতিক বাস চালু হয়।

১৯২২ সালের এই দিনে প্যালেস্টাইনে ব্রিটিশ ম্যান্ডেট ঘোষিত হয়।

১৯২৬ সালের এই দিনে কলকাতায় নাখোদা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।

১৯৪৮ সালের এই দিনে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু।

১৯৪৮ সালের এই দিনে নিজামের হায়দারাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার।

১৯৭০ সালের এই দিনে ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।

১৯৭১ সালের এই দিনে সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভের মৃত্যু।

১৯৭৩ সালের এই দিনে চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।

১৯৮৭ সালের এই দিনে প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেনের মৃত্যু।

১৯৯১ সালের এই দিনে কিউবা থেকে সোভিয়েত ফৌজ প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়।

২০০১ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়।

২০০৭ সালের এই দিনে প্রথম টোয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু।

এইচআর/জেআইএম