মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধের ঘটনায় ২ নম্বর আসামি আলী হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার সাড়ে ১০টার দিকে মাগুরা জজ কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আলী হোসেনের আইনজীবী শফিকুল ইসলাম মহন।শফিকুল ইসলাম মহন জাগো নিউজকে বলেন, আলী হোসেনের জামিন আবেদন কোর্ট পুলিশের কাছে সকাল ১০টার দিকে জমা দেয়া হয়। পরে আইনজীবীর চেম্বার থেকে অ্যাডভোকেট মহন ও অ্যাডভোকেট শাহীনের সঙ্গে আসামি আলী হোসেন কোর্ট প্রাঙ্গণে ঢুকতে গেলে ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক এ গ্রেফতারের কোনো তথ্য জানা নেই বলে জাগো নিউজকে জানিয়েছেন। তবে আলী হোসেনের ভাই ফারুক জাগো নিউজকে বলেন, কোর্টে আত্মসমর্পণ করতে যাওয়ার পথে প্রকাশ্য দিবালোকে ডিবি পুলিশ আলী হোসেনকে ধরে নিয়ে গেছে। ঘটনাটি শহরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।আরাফাত হোসেন/এসএস/এমএস
Advertisement