জাতীয়

কাঁচা চামড়ার বাজার সুষ্ঠু-স্বচ্ছ হওয়ার জন্য এখনই উদ্যোগ নিতে হবে

কাঁচা চামড়ার বাজার সুষ্ঠু-স্বচ্ছ হওয়ার জন্য এখনই উদ্যোগ নিতে হবে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, কাঁচা চামড়ার বাজার যাতে সুষ্ঠু ও স্বচ্ছ হয় সে লক্ষ্যে এখনই উদ্যোগ নিতে হবে। বুধবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

Advertisement

চামড়া ও কাঁচা চামড়ার সিন্ডিকেট বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ঈদুল আজহার আগেই পূর্ব পরিকল্পনা নেওয়া প্রয়োজন। একই সমস্যা বারবার দেখতে চাই না। এখনই উদ্যোগ নিতে হবে যাতে কাঁচা চামড়ার বাজার সুষ্ঠু ও স্বচ্ছ হয়।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফারিদা আখতার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং একাধিক মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

এমইউ/এমআইএইচএস/এএসএম

Advertisement