নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগে বিএনপির পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।
Advertisement
বুধবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যাকাণ্ডের নির্মম ঘটনা ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে আপনাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
Advertisement
আরও পড়ুন
বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগএ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান করা হয়েছে।
এর আগে সকালে দলীয় কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এলাকায় জাহাঙ্গীর ভূঁইয়া নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১২ জন জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে।
নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, ‘ভাড়া চাইতে গেলে সকালে তোতা মেম্বার (৭০) ও তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০) এবং বেণু হাজির ছেলে আলম (৪৫), সাদ্দামসহ (৩৫) ৬-৭ জন মিলে আমার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
Advertisement
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম