দেশজুড়ে

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাব, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জেলাবাসীর

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাব, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জেলাবাসীর

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃহত্তম উপকূলীয় জেলা বাগেরহাট। আগামী নির্বাচনে এখানে ভোটার সংখ্যা কম হওয়ায় একটি আসন কমানোর প্রস্তাব দিয়েছে বিশেষায়িত কারিগরি কমিটি।

Advertisement

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছে। যেসব জেলায় ভোটার কম সেখানে আসন কমানোর এবং যেসব জেলায় ভোটার বেশি সেখানে আসন বৃদ্ধির বিষয়ে প্রস্তাব করেছে কমিটি। বাগেরহাট ২-৩ আসনে সীমানা পুনঃনির্ধারণ হবে বলে জানিয়েছে কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগেরহাট-২ আসনে ৩ লাখ ২০ হাজার ১৪৪ ও ৩ আসনে ২ লাখ ৫৪ হাজার ৯০৫ ভোটার রয়েছেন।

Advertisement

এরমধ্যে বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমানোয় বিভিন্ন মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে ব্যবসায়ী মো হাবিবুর রহমান বলেন, বাগেরহাট এমনিতেই অবহেলিত। তারপর যদি আরও একটা আসন কমে যায়, তাহলে আরও অবহেলিত হয়ে যাবে। উন্নয়ন ব্যাহত হবে।

ছাত্রনেতা শেখ আল মামুন বলেন, এখানে যে চারটি আসন ছিল এটাই আমাদের কাছে কম মনে হয়। সেখানে তিনটা করায় তীব্র নিন্দা জানাচ্ছি। তিনটা আসন করা হলে রাজনৈতিক কোন্দল বাড়বে, জনগণের আশা ঠিকমতো সংসদে পৌঁছাবে না। বাগেরহাটের মানুষ অবহেলিত হবে। আমরা এ বিষয় মেনে নেবো না।

বাগেরহাট ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি এবং বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বলেন, বাগেরহাটে প্রায় ১৮ লাখ মানুষ রয়েছে। এখানে আসন কমানো ঠিক হবে না বলে আমি মনে করি। আসন কমালে বাগেরহাটের উন্নয়ন ব্যাহত হবে।

Advertisement

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম আকরাম হোসেন তালিম বলেন, বাগেরহাট একটি বৃহত্তম জেলা, নয়টি উপজেলায় চারটি আসন নিয়ে গঠিত এই জেলা। ১৯৮৪ সাল থেকে এই জেলা চারটি আসন নিয়ে গঠিত হয়। নির্বাচন কমিশন থেকে খসড়াটি দেখলাম বাগেরহাটকে তিনটি আসনে রূপান্তরিত করেছে। এটি নিন্দনীয়। এটি একটি প্রাচীন শহর। এখানে আসন বাড়ানো উচিত।

জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমানোকে আমরা ষড়যন্ত্র মনে করছি। সুন্দরবন, ষাট গম্বুজের মতো বিশ্ব ঐতিহ্য যেখানে রয়েছে, সেই জায়গাকে দুর্বল ও সংকুচিত করার জন্য ষড়যন্ত্র চলছে। আমরা এটাকে অন্যায় মনে করছি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার দাবি জানাই।

নাহিদ ফরাজী/জেডএইচ/জিকেএস