জাতীয়

ঈদের ছুটি মিলেছে জামাল উদ্দিনের!

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামাল উদ্দিনের গ্রামের বাড়ি। রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় একটি প্রতিষ্ঠানের কেয়ারটেকার হিসেবে কাজ করেন। এবারের ঈদে ছুটি মেলেনি। তাই যাওয়াও হয়নি বাড়িতে। পরিবার-পরিজন ছাড়াই আনন্দহীন ঈদ কেটেছে তার।

Advertisement

ঈদের পাঁচ দিন পর অবশেষে মিলেছে ছুটি। তাই আর দেরি না করে ছুটে যাচ্ছেন গ্রামের বাড়িতে। যেখানে মা-বাবা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তাই চোখে-মুখেও আনন্দের ছাপ।

তার ভাষ্য, ঈদ শেষ হলেও তো আনন্দতো শেষ হয়নি। বাড়ি গিয়ে মা-বাবা, স্ত্রী ও ছেলে-মেয়েকে পেলেই আমার ঈদের খুশি।

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে শনিবার (১৭ আগস্ট) সকালে জামাল উদ্দিনের সঙ্গে কথা হয় জাগো নিউজের।

Advertisement

জামাল উদ্দিনের বক্তব্য, ‘ডিউটি ছিল, তাই বাড়ি যেতে পারিনি। পাঁচ দিনের ছুটি পেয়েছি, আজ বাড়ি যাচ্ছি। গ্রামের বাড়িতে ছেলেমেয়ে, মা-বাবা, স্ত্রী আছে। তাদের সঙ্গে দেখা হবে, পাড়া-প্রতিবেশীদের সঙ্গে দেখা হবে। দেরিতে হলেও ঈদ আনন্দের ঘাটতি থাকবে না আশা করি।’

গত ১২ আগস্ট সারাদেশে উদুল আজহা উদযাপিত হয়েছে।

পিডি/এনডিএস/এমএস

Advertisement