কেনাকাটার কথা মাথায় আসলেই নগরবাসী ছুটে চলেন বঙ্গবাজার, নিউমার্কেট, চাঁদনি চক, কৃষি মার্কেটে। তবে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের এলাকা থেকে এসব পরিচিত মার্কেটে যাতায়াত অনেকটা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাই যারা বাড্ডা, নতুন বাজার এলাকায় থাকেন তাদের কেনাকাটার জন্য সবচেয়ে ভালো আশপাশের মার্কেটগুলো।
Advertisement
শুধু মাত্র বাড্ডা এলাকায় রয়েছে বেশকিছু শপিংমল। এছাড়াও রয়েছে ছোট ছোট দোকান। এমনটি শপিংমলের আশপাশে ভাসমান ভ্যানে পাওয়া যাচ্ছে পোশাকসহ বাহারি সব পণ্য। চলুন জেনেই নেই বাড্ডার কোথায় কোন শপিংমল।
সুবাস্তু নজর ভ্যালিবাড্ডায় অবস্থিত শপিংমলগুলোর মধ্যে অন্যতম সুবাস্তু নজর ভ্যালি। পাঁচতলা এ শপিংমলে বছরজুড়েই ক্রেতাদের বেশ আনাগোনা দেখা যায়। ঈদ এলে বাড্ডা এলাকার মানুষ কেনাকাটার জন্য একবার হলেও সুবাস্তু নজর ভ্যালিতে ঢুঁ মারেন। এখানে কাপড়, জুতা, জুয়েলারি, কসমেটিকসসহ সব পণ্যের দোকান রয়েছে।
সুবাস্তুর মার্কেটের দুটি ফটক দিয়ে প্রবেশ করলেই নিচতলায় চোখে পড়বে চশমা, জুতা, ক্রোকারিজ ও থানকাপড়ের শতাধিক দোকান। সুবাস্তুর দোতলায় কসমেটিকস, ব্যাগ, জুয়েলারি ও খেলনার দোকানের সমাহার। মার্কেটের তিন ও চারতলায় কাপড়ের দোকান। পাঁচতলায় আছে মোবাইল, ল্যাপটপসহ ইলেকট্রিক বিভিন্ন পণ্যের দোকান।
Advertisement
সুবাস্তু নজর ভ্যালির মার্কেট পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. হারুণ জাগো নিউজকে বলেন, ‘সুবাস্তুতে নিরাপত্তার সমস্যা নেই। ক্রেতার খরা কিছুটা ছিল। সেটাও কেটে যাচ্ছে। আগামী দুই সপ্তাহে ভালো ব্যবসা হবে বলে আশা করছি।’
হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সমধ্যবাড্ডায় অবস্থিত হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্স। মহামারি করোনায় থাবায় এ মার্কেট অনেকটাই নিষ্প্রাণ হয়ে গেছে। প্রায় সব ধরনের পণ্যই রয়েছে এখানে। তবে ভিড় নেই বললেই চলে। মার্কেটের প্রবেশের পরই চোখে পড়বে শিশুদের খেলনা, কসমেটিকস ও ইলেকট্রনিক্সের দোকান।
দোতলায় আছে থান-কাপড়, শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাকের দোকান। এছাড়া একপাশে রয়েছে জুয়েলারির দোকান। তৃতীয় তলায় আছে আরএফএলের বেস্ট বাই ও মোবাইল এক্সেসরিসের দোকান।
আরও পড়ুন:ঈদেও নিষ্প্রাণ হল্যান্ড সেন্টারসাধ আর সাধ্যের মিলনমেলা মোহাম্মদপুরের কৃষি মার্কেট প্রাণবন্ত উত্তরার ‘হিমালয় বঙ্গ বাজার’এই মার্কেটের বিক্রেতাদের কেউ ঘুমিয়ে, কেউ মোবাইলে রিলস-ভিডিও দেখে সময় কাটাচ্ছেন। কাউকে দেখলে অনেকটা জোর করে শাড়ি, পাঞ্জাবি, কাপড় দেখাতে চাইছেন।
Advertisement
লুৎফুন শপিং কমপ্লেক্সমধ্যবাড্ডা বাজার গলির মুখে অবস্থিত লুৎফুন শপিং কমপ্লেক্সে। এ মার্কেটের নিচতলা ও দোতলায় প্রায় আড়াইশ দোকান রয়েছে। দুপুর গড়িয়ে বিকেলেও সেখানে ক্রেতাদের আনাগোনা কম। এখানে মূলত থ্রি-পিস, ওড়না, বোরখা, পাঞ্জাবি, শাড়ি, জুতা, জুয়েলারি বিক্রি হয়। স্বল্প থেকে মাঝারি দামে সেগুলো কিনতে পারছেন ক্রেতারা।
এগুলো ছাড়াও বাড্ডার বিভিন্ন জায়গায় ভাসমান দোকান নিয়ে বসেছেন বিক্রেতারা। ভ্যানে কেউ পোশাক-জুতা কেউ কসমেটিকস আবার কেউবা ঘর সাজানোর বিভিন্ন পণ্য সাজিয়ে বসেছেন।
জেএস/জেআইএম