জাতীয়

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকের ওসিসিতে ভর্তি

ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

Advertisement

এদিকে, এ ঘটনায় রবিন (১৫) নামে এক কিশোরকে আটক করার কথা জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর শিশুটিকে ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠানো হয়।

শিশুটির এক আত্মীয় জানান, একটি স্কুলের নার্সারিতে পরে সে। রোববার দুপুরে দিকে বাসার পাশে খেলার সময় রবিন নামের এক কিশোর কৌশলে ডেকে নিয়ে নির্জন জায়গায় পাশবিক নির্যাতন চালায়। পরে বিষয়টি জানাজানি হয়। অসুস্থ অবস্থায় প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড ) হাসপাতালে নেওয়া হয় শিশুটিকে। পরে সেখান থেকে গতরাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

Advertisement

আরও পড়ুন ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ীকে আটকে রাখে জনতা, উদ্ধার করলো পুলিশ  ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের 

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত রবিনকে কেরানীগঞ্জ থানা পুলিশ আটক করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গতরাতে ধর্ষণের অভিযোগে অসুস্থ অবস্থায় ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি শিশুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলের ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে। বিষয়টি কেরানীগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এসএনআর/জিকেএস

Advertisement