নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম গকুলকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের স্যানালপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
Advertisement
আটক অহিদুল ইসলাম গকুল আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সহোদর।
আটকের বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আটক অহিদুল ইসলাম গকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
Advertisement
রেজাউল করিম রেজা/এমএন/জেআইএম