দেশজুড়ে

একটি কাঠের তক্তার জন্য প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লার নাঙ্গলকোটে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট পৌরসভার চৌগুরি গ্রামে ওই ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন ওই গ্রামের হাবিবুল্লাহর ছেলে মো. আবুল কালাম (২০) ও নাওগোদা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ইয়াছিন (১৮)।

নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট পৌরসভার চৌগুরি গ্রামে সুরুজ মিয়ার ছেলে শাহজাহান মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এ সময় একটি কাঠের তক্তা সেপটিক ট্যাংকের পড়ে গেলে সেটি তুলতে সেখান নামেন তারা। এতে পানি ভর্তি ট্যাংকে তারা দুজনেই ডুবে যান। পরে তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার হলে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

মো. কামাল উদ্দিন/এমবিআর/জেআইএম