ক্যাম্পাস

শাবির উন্নয়নে ৯৮৭ কোটি টাকা একনেকে অনুমোদন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের (দ্বিতীয় পর্যায়) জন্য ৯৮৭ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

Advertisement

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্প অনুমোদন দেয়া হয়। শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

একাডেমিক, আবাসিক এবং অন্যান্য সুবিধা সম্প্রসারণের মাধ্যমে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার সমন্বয়ে সুশিক্ষিত, দক্ষ ও উন্নত মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্প পাস করা হয়েছে। প্রকল্পের কাজ চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাবির অধিকতর উন্নয়নের (দ্বিতীয় পর্যায়) জন্য ৯৮৭ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণা ও শিক্ষার পাশাপাশি অবকাঠামোগত দিক দিয়েও পূর্ণতা লাভ করবে।

Advertisement

এএম/এমএস