দেশজুড়ে

প্রাইভেটকারে ছাগল চুরি!

ছাগল চুরির কথা সবাই শুনেছেন। কিন্তু প্রাইভেটকারে ছাগল চুরির বিষয়টি হয়ত একটি নতুন আইডিয়া। আর এই আইডিয়াকে কাজে লাগাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক চোর।

Advertisement

ময়মনসিংহের ফুলবাড়িয়ার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ইটভাটা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। আটক ব্যক্তির নাম আছিব-বিল্লাহ তুহিন। তিনি ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকার শাজাহান সিরাজের ছেলে।

লক্ষ্মীপুর গ্রামের চৌকিদার আক্কাস আলী বলেন, রোববার দুপুরে উপজেলার দেওখোলা ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার সংলগ্ন পাকা সড়কের পাশে একটি সাদা রঙের প্রাইভেটকার থামে। গাড়ি থেকে নেমে এক লোককে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগল কোলে করে প্রাইভেটকারে তুলতে দেখি।

দূর থেকে এই দৃশ্য দেখে কাছে গিয়ে ছাগলটি গাড়িতে ওঠানোর কারণ জানতে চাই। এ সময় সে উল্টাপাল্টা কথা বলে আমাকে মারতে আসে। অবস্থা বেগতিক দেখে আশপাশের কয়েকজনকে ডেকে আনি। তাদের সঙ্গে আসেন ছাগলের মালিক মেহেদী হাসানও। তিনি এসে তার ছাগলটি শনাক্ত করেন। তখনও ছাগলটি গাড়ির ভেতরেই ছিল।

Advertisement

এ সময় উত্তেজিত জনতা গাড়ি চালককে মারধর করতে চাইলে আমি বাধা দিয়ে ফুলবাড়িয়া থানায় খবর দিই। খবর পেয়ে এসআই ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছে ছাগলসহ প্রাইভেটকার উদ্ধার করে ড্রাইভার আছিব-বিল্লাহ তুহিনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, প্রাথমিক জিঞ্জাসাবাদে সে ছাগল চুরির কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা হবে।

রকিবুল হাসান রুবেল/এফএ/পিআর

Advertisement