বিনোদন

জয়ে ফিরবে বাংলাদেশ, প্রার্থনায় তারকারা

চলছে বিশ্বকাপ ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছিলো বাংলাদেশের টাইগাররা। সেই জয় সমীহ কুড়িয়েছে ক্রিকেট বিশ্বে। বিভিন্ন দলের সাবেক-বর্তমান ক্রিকেট তারকারা অভিনন্দিত করেছে টিম মাশরাফির।

Advertisement

প্রংশসায় ভাসিয়েছে স্বয়ং আইসিসিও। কিন্তু পরের দুই ম্যাচে নিউ জিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। আজ ১১ জুন নিজেদের চতুর্থ ম্যাচে তারা মুখোমুখি হবে এশিয়ার শ্রীলঙ্কার।

আজ লঙ্কান সিহং বধ করে জয়ে ফিরবে বাংলাদেশ সেই প্রত্যাশায় বুক বেঁধেছে দেশের কোটি ক্রিকেটপ্রেমীরা। সাধারণ মানুষদের মতো বিভিন্ন অঙ্গনের তারকারাও প্রার্থনা করছেন আজ তামিম-সাকিব-মুশফিকদের হাতে বিজয়ের পতাকা উড়বে ব্রিটেনের নীল আসমানে।

সংগীতশিল্পী কুমার বিশ্বজিত ক্রিকেট ভক্ত একজন তারকা। দেশের ক্রিকেট নিয়ে তার আগ্রহ ও মাতামাতি দুটোই চোখে পড়ার মতো। আজ তিনি মনে প্রাণে চাইছেন বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়। তিনি বলেন, ‘ঘুরে দাঁড়ানোর নামই তো চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা আমাদের টাইগারদের আছে। আমি বিশ্বাস করি আজ থেকে আবার সেই অপরাজিত মানসিকতার বাংলাদেশকে দেখবে ক্রিকেট বিশ্ব।’

Advertisement

চলচ্চিত্র তারকা অপু বিশ্বাস। তিনি নিয়মিতই ক্রিকেট খেলা দেখেন সময় করে। একজন ক্রিকেটপ্রেমী হিসেবে দলের সকল জয় পরাজয়ে হাসেন, মন খারাপ করেন। তিনিও আজ আশা করছেন জিতে যাবেন মাশরাফিরা।

অপু বলেন, ‘দুটি ম্যাচ হেরে আমরা খানিকটা পিছিয়ে গেছি বটে। তবে আমার বিশ্বাস আজ বাঘের মতো লড়াই করে জিতবে বাংলাদেশ। আমাদের সেমিফাইনালে যাওয়ার এখনো অনেক সুযোগ আছে। সেই সুযোগ কাজে লাগাবেন আমাদের ক্রিকেটাররা।’

চিত্রনায়ক সাইমন সাদিক একজন খেলা পাগল তারকা হিসেবে পরিচিত। বিশেষ করে দেশের ক্রিকেটের প্রতিটি ম্যাচ তিনি উপভোগ করেন। সেইসব ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেটও থাকেন। আজকের জয়ের প্রত্যাশায় তিনি।

সাইমন বলেন, ‘প্রার্থনা করছি আজ যেন জিতে যাই আমরা। অনেক লম্বা একটা জার্নি। অনেক কঠিন প্রতিযোগিতা আছে এখানে। নিউ জিল্যান্ডের সাথে ম্যাচটা আমাদের ছিলো। সেখানে হেরে গিয়ে কিছুটা ক্ষতি হয়ে গেল। এখন কঠিন চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। আজ সেই চ্যালেঞ্জের প্রথম জয় আসুক। নিজেদের দিনে আমাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। আজ যেন সেই দিনটা আসে।’

Advertisement

আজ বাংলাদেশের জয়ের প্রত্যাশায় চলচ্চিত্র তারকা নিরবও। তিনি বলেন, ‘শ্রীলঙ্কাকে হারানোর সব সামর্থ্যই আমাদের রয়েছে। আমার বিশ্বাস আজ ফর্মে না থাকা আমাদের সব গ্রেট খেলোয়ারো ফর্মে ফিরবেন। দুর্দান্ত একটা জয় আমাদের খুব প্রয়োজন এই মুহূর্তে। সেই জয়ের দেখা পাবো আজ।’

জনপ্রিয় অভিনেতা সজল। তিনিও খেলাপাগল। বাংলাদেশের খেলা হলে শুটিংয়ের ফাঁকে চোখ রাখেন। জিতে গেলে উল্লাস করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান উচ্ছ্বাস ভরা প্রতিক্রিয়া। আজ জয়ের প্রত্যাশায় বলেন, ‘আমার মন বলছে আজ জিতে যাবো আমরা। আজকের জয় আবারও মনোবলটা ফিরিয়ে আনবে। সামনের আরও তিনটি ম্যাচ জিতে সেমি ফাইনালে খেলবে বাংলাদেশ। ইনশাল্লাহ।’

এছাড়াও দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আজ তাকিয়ে থাকবে বাংলাদেশের ম্যাচের দিকে। মসজিদে-মন্দিরে প্রার্থনা চলবে যেন জিতে যায় বাংলাদেশ। যেন আবারও জয়ের ধারায় ফিরে আসে রয়েল বেঙ্গল টাইগারের দল।  

এলএ/এমকেএইচ