আন্তর্জাতিক

ইরানে সামরিক পদক্ষেপের আশঙ্কা রয়েছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। কিন্তু ইসলামিক প্রজাতন্ত্রটির বিরুদ্ধে সবসময় সামরিক ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।

Advertisement

ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইকে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, যখন আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করি, তখন ইরান একটি চরম বৈরী দেশ ছিল। তারা তখন বিশ্বের এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ছিল, সম্ভবত এখনো সেই অবস্থায় রয়েছে দেশটি।

এরপর যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি কোনো সামরিক পদক্ষেপে যাবেন কিনা-জবাবে বলেন, এমন পদক্ষেপ নেয়ার আশঙ্কা সবসময়ই রয়েছে। কিন্তু আমি বরঞ্চ সেটা চাই না। কিন্তু তবুও এমন আশঙ্কা রয়েছে।

Advertisement

ইরানি প্রেসিডেন্ট রুহানির সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, অবশ্যই। প্রস্তুতি রয়েছে। আমি আলোচনাকেই বেশি পছন্দ করি।

এএইচ/এমএস