দেশজুড়ে

ঈদের আগেই ছেলেকে ফিরে পেতে চান বাবা-মা

সাত বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে ঈদের আগে ফেরত পেতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছেন অসহায় মা-বাবা। বুধবার সকালে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Advertisement

রুহুল আমিন নামে ওই বাবা জেলা শহরের রাজনগর মহল্লার একজন ভ্যানচালক। তার ছেলে ইমাম হাসান বাদলকে ২০১২ সালের ৫ মার্চ ঢাকার ফার্মগেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে (র‌্যাব-২) তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। এরপর থেকে ছেলের কোনো সন্ধান পাননি বলেও জানান রুহুল আমিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গুমের শিকার আমার ছেলে বাদল ঢাকার একটি সাটার ও জানালার গ্রিল তৈরির কারখানায় কাজ করত। সে তেজগাঁও এলাকার তেজকুনিপাড়ায় বসবাস করত। ২০১২ সালের ৫ মার্চ ফার্মগেট এলাকার আনোয়ারা পার্ক থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে (র‌্যাব-২) তাকে তুলে নিয়ে যায়। সেই থেকে আমি জাতীয় মানবাধিকার কমিশন, র‌্যাব সদর দফতর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে ঘুরে ফিরছি। আজ পর্যন্ত ছেলের কোনো সন্ধান পাইনি।’

তিনি বলেন, ‘আদরের ছেলে বাদলকে ফেরত পেতে জাতীয় মানবাধিকার কমিশনেও আবেদন করেছি। মানবাধিকার কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করতে বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেয়। র‌্যাবের পক্ষ থেকে আমাকে রংপুর র‌্যাব ক্যাম্পে যেতে বললে ২০১২ সালের ২৬ জুন আমি রংপুরে যাই। সেখানে এক কর্মকর্তা আমাকে বলেন যে, আপনার ছেলেকে এক সপ্তাহের মধ্যে ফেরত পাবেন। কিন্তু সাত বছরেও আমি আমার ছেলেকে ফেরত পাইনি। ছেলেকে ফেরত পেতে ২০১৩ সালে হাইকোর্টে একটি রিট পিটিশনও দায়ের করি।’

Advertisement

রুহুল আমিন আরও বলেন, ‘আমার ছেলে জীবিত আছে কি-না, তাও আমরা জানি না। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। শারীরিক নানা জটিলতা নিয়ে কোনোমতে ভ্যান চালাচ্ছি। সামান্য আয় দিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছি। মাননীয় প্রধামন্ত্রীর কাছে অনুরোধ, গুমের শিকার ছেলেকে ঈদের আগে ফেরত পেতে আমাকে সাহায্য করুন।’

বাদলের মা মিনারা বেগম বলেন, ‘সাত বছর ধরে প্রতিদিন ছেলের অপেক্ষায় থাকি। কিন্তু ছেলে আমার আসে না। ছেলেকে না পেয়ে তার বাবা পাগলের মতো হয়ে গেছে। সকলের দ্বারে দ্বারে ঘুরছে। সন্তান হারানোর শোক যে কী, তা মা-বাবা ছাড়া কেউ বুঝতে পারে না। ঈদের আগে ছেলেকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে মিনতি করছি।’

সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/এমবিআর/এমএস

Advertisement