আন্তর্জাতিক

দিল্লিতে মোদির হয়ে ‌‘ছক্কা’ হাঁকালেন গম্ভীর

ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের জনপ্রিয় ওপেনার গৌতম গম্ভীর রাজনীতির মাঠে নেমেই ছক্কা হাঁকালেন। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া গম্ভীর নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে লড়ে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন।

Advertisement

দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লির একটি আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের এ সদস্য।

সবশেষ তথ্যমতে, গৌতম গম্ভীর মোট ভোট পেয়েছেন ৬ লাখ ৯৬ হাজার ১৫৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অরবিন্দ সিং লাভলি পেয়েছেন ৩ লাখ ০৪ হাজার ৯৩৪ ভোট।

এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির (এএপি) প্রার্থী অতশি পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৩২৮টি ভোট।

Advertisement

প্রসঙ্গত, ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‌‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন গৌতম গম্ভীর। চলতি বছরের মার্চে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেন নয়া দিল্লীতে জন্ম নেয়া এ ক্রিকেটার।

এসএ