জাতীয়

প্রিন্স রেস্টুরেন্টে পচা খাবার, ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মিরপুর-১ নম্বরে প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পচা-বাসি খাবার জব্দ ও তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ (ডিএমপি) আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে তাদের ইফতার তৈরি করতে দেখা যায়।

Advertisement

রোববার (১৯ মে) এ অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। তার সঙ্গে ছিলেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, অভিযানে একই কারণে মিরপুর-২ নম্বরের মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার ও পূর্ণিমা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সম্পর্কে আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকাবাসীকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ডিএমপির ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চলবে।

Advertisement

এআর/এমএমজেড