স্বাস্থ্য

নার্সিংসেবায় ‘মাহবুব-উজ-জামান অ্যাওয়ার্ড’ পেলেন ১২ নার্স

নার্সিংসেবায় বিশেষ অবদান রাখায় ‘মাহবুব-উজ-জামান অ্যাওয়ার্ড’ ২০১৯ পেলেন ১২ জন নার্স। রোববার সকাল ১১টায় রাজধানীর বারডেম মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Advertisement

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান বারডেম, ইব্রাহিম কার্ডিয়াক, এনএইএচএন ও বিআইএইচএসে কর্মরত ১২ নার্সকে এ পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যায়পাল মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, অ্যাওয়ার্ডের প্রবর্তক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য মাহবুব-উজ-জামান, বারডেমের মহাপরিচালক অধ্যাপক জাফর আহমেদ লতিফ, এনএইচএনের সিইও ডা. এম এ সামাদ, ইব্রাহিম কার্ডিয়াকের সিইও অধ্যাপক এম এ রশীদ প্রমুখ।

Advertisement

পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি ক্রেস্ট, একটি সনদপত্র এবং নগদ ১০ হাজার টাকা প্রদান দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত নার্সরা হলেন- বারডেম জেনারেল হাসপাতালের ময়না রানী ভাওয়াল, রমনী রোজারিও, লিপিকা রানী দাস, কলেতা চিসিম, এনিমিরা অধিকারী, হাসি রেবেকা গোমেজ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের মিতা রানী চক্রবর্তী, হালিমা আক্তার, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের (এনএইচএন) আফরিন, মাহমুদা আক্তার, বিআইএইচএস জেনারেল হাসপাতালের সাবিনা সুলতানা ও নন্দিতা চক্রবর্তী।

এমইউ/বিএ/পিআর

Advertisement