জাতীয়

ডিএনসিসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনে (ডিএনসিসি) মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বুধবার (৮ মে) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এ সময় ফার্মেসি মালিকে কারাদণ্ড ও দোকান সিলগালা করা হয়।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেডিল্যাব মেডিকেল সার্ভিসেস নামের একটি ফার্মেসিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত ফার্মেসির মালিক মুজিবুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ফার্মেসিটি সিলগালা করা হয়। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

Advertisement

এএস/এএইচ/এমকেএইচ