তথ্যপ্রযুক্তি

গাড়িতে ফোন চার্জ দিলে কী হয়?

ফোন চার্জিংয়ের জন্য আজকাল ইউএসবি পোর্টের ব্যবহার বাড়ছে। গাড়িতে বা পার্টিতে যেখানেই যাচ্ছেন ইউএসবি পোর্টের সাহায্যে ফোনে চার্জ দিয়েই দিচ্ছেন। এতে করে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন।

Advertisement

বিশেষ করে গাড়ির ক্ষেত্রে। গাড়ির ইউএসবি পোর্টে দিনের পর দিন চার্জ দিলে, কখনও যে তা আপনার মৃত্যুর কারণ হতে পারে, তা কী জানতেন?

প্রথমত, আপনার ফোনে যতটুকু চার্জের দরকার, গাড়ির ইউএসবি পোর্ট তার চেয়ে কম পাওয়ার সরবরাহ করে। ফলে চার্জের সময় ফোন থেমে যেতে পারে অথবা ফোনে যে পরিমাণে চার্জ হয়েছে, তার থেকে চার্জ না দিলেও হয়তো বেশি চার্জ থাকত ফোনে।

সনামধন্য একটি মোবাইল কোম্পানির কারিগরী কর্মকর্তা ব্রাড নিকোলস কীভাবে গাড়িতে ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ দিয়ে বিপদ ডেকে আনছেন তা ব্যাখ্যা করেছেন।

Advertisement

তার কথায়, অনেকে লক্ষ্য করেন যে ঘর থেকে কাজের জায়গায় যাওয়া বা আসার সময় ৩০-৬০ মিনিটের পথে ফোনে চার্জ হয়েছে। আর সেটা খুবই কম পরিমাণে। কেন এমনটা হয় বলুন তো? কারণ, গাড়ি চার্জার যতটুকু শক্তি সরবরাহ করছে, ফোন তার চেয়ে বেশি শক্তি ব্যবহার করছে।

নিকোলস আরও যোগ করেন যে, আপনার ফোন খুব বেশি পরিমাণে চার্জ নিতে পারে, যদি সিগারেট লাইটার পোর্ট ব্যবহার করা যায়। সিগারেট জ্বালানোর বেশিরভাগ লাইটারই দশ অ্যাম্পিয়ার পর্যন্ত পাওয়ার সরবরাহ করতে পারে। আর সেখানে অধিকাংশ চার্জার এক থেকে তিন অ্যাম্পিয়ার পাওয়ার দিতে পারে। ড্যামেজড চার্জার অসংগত শক্তি সরবরাহ করে, যার ফলে ফোনের তাপমাত্রা হুট করে বেড়ে যেতে পারে, ফোনের ভিতরের যন্ত্রাংশ ড্যামেজ হতে পারে। সেক্ষেত্রে বিস্ফোরণ হওয়ারও সম্ভাবনা থাকে।

গাড়ি থেকে ফোনে চার্জ দিলে গাড়ির ব্যাটারির শক্তিও শেষ হয়ে যেতে পারে। গাড়ির ইঞ্জিন বন্ধ অবস্থায় ইলেক্ট্রিসিটির ওপর নির্ভরশীল অ্যাকসেসরি (যেমন- রেডিও) চালু থাকলেও গাড়ির ব্যাটারির শক্তি কমে যাবে। যাদের ভালো ব্যাটারির গাড়ি রয়েছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু গাড়ি যদি পুরনো মডেলের হয়, তাহলে তার ইউএসবি পোর্টের সাহায্যে ফোনে চার্জ না দেওয়াই ভালো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করা একেবারেই নিরাপদ নয়।

Advertisement

নিকোলস জানিয়েছেন, যে কোনো মুহূর্তে চালকের হাত হুইল থেকে সরে যেতে পারে। নিমেষে রাস্তার ওপর থেকে দৃষ্টিও সরে যেতে পারে। ফলে সেই গাড়িতে থাকা সকলেই বিপজ্জনকভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে।

তবে অধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ফোনের ব্যাটারির চার্জ গ্রহণের স্বাভাবিক ক্ষমতার বাইরে চার্জ দিলে ব্যাটারির টেকসই ক্ষমতা কমে যেতে পারে। তাই ঘরে হোক আর অফিসে হোক যেখানেই যাচ্ছেন চার্জের প্রয়োজন হলে আসল চার্জারের সাহায্যেই চার্জ দিন।

ইন্ডিয়া টাইমস/এএ