মগবাজার ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিবহনকারী কিঞ্চিৎ নামের একটি ডাবল ডেকার গাড়ির উপর তলার অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
Advertisement
তবে এতে তিন শিক্ষার্থী আহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
কিঞ্চিৎ বাস কমিটির প্রচার সম্পাদক আরফাত ইনাম বলেন, আমাদের বাসের নিয়মিত চালক ফরিদ ভাই অসুস্থ থাকায় অন্য আরেক চালক বাসটি চালাচ্ছিলেন। উনার এ রুটে বাস চালানোর অভিজ্ঞতা না থাকায় এবং একটা রিকশাকে সাইড দিতে গিয়ে ফ্লাইওভারের সঙ্গে বাসের উপরের অংশ ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের উপরে থাকা তিনজন শিক্ষার্থী মাথায়, হাতে ও দাঁতে আঘাত পান। আমরা এ বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, আমি বিষয়টি শুনেছি। বিআরটিসিকে বিষয়টি অবহিত করা হয়েছে।
Advertisement
এমএইচ/বিএ