সাহিত্য

ছাত্রলীগের ইতিহাস সম্পর্কিত বই বিতরণ

ছাত্রলীগের গৌরবময় ইতিহাস সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ধারণা দেওয়ার লক্ষ্যে ৪ শতাধিক বই বিতরণ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসাইন বইগুলো বিতরণ করেন।

Advertisement

গত ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এ নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বইগুলো বিতরণ করেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর লেখা ও সম্পাদিত ‘শেখ হাসিনার জয়যাত্রা’, ‘ছাত্রলীগের ঐতিহাসিক অর্জন’ এবং রত্নগর্ভা মা তাসলিমা আজাদের ‘অপ্রকাশিত রচনাবলী’ বিতরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভুইয়া, প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানসহ সব অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুল হাসান উপস্থিত ছিলেন।

বই পেয়ে উচ্ছ্বসিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সবনম মুস্তারিন বলেন, ‘বইগুলো সংগ্রহের ইচ্ছা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে আজ বইগুলো হাতে পেয়ে ভালো লেগেছে।’

Advertisement

বই বিতরণ প্রসঙ্গে আকতার হোসাইন বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশাপাশি সব সচেতন শিক্ষক-শিক্ষার্থীদেরও ছাত্রলীগের গৌরবময় ইতিহাস জানা দরকার। শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের সেই গৌরবময় ইতিহাস ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’

এসইউ/পিআর