আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি

বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থানে উন্নতি ঘটেছে। ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ৪০ থাকলেও গত বছর তা ৪৫ এ দাঁড়িয়েছে। তবে গত বছর বিশ্বজুড়ে স্বাধীনতা হ্রাস পেয়েছে এবং ক্ষমতাসীন কর্তৃত্ববাদী শাসকরা তাদের হাত আরও শক্ত করে তুলেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গণতন্ত্রপন্থি গবেষণা সংস্থা ফ্রিডম হাউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের সব নাগরিককে পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ওইদিন শাবান মাসের ২৯তম দিন থাকবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’।

ফের আল-আকসায় ঢুকে পড়েছে ইসরায়েলিরা

ফের আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ঢুকে পড়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল। অধিকৃত পূর্ব জেরুজালেমের এই পবিত্র স্থানে এর আগেও বহুবার তারা এ ধরনের কাজ করেছে। জোর করে তারা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে কাছাকাছি একটি স্থানে তালমুদিক প্রার্থনায়ও অংশ নিয়েছে।

Advertisement

বাংলাদেশের আদলে ভারতে চালু হচ্ছে ‘সর্বজনীন পেনশন স্কিম’

বাংলাদেশের মতো ভারতেও চালু হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম (ইউনিভার্সাল পেনশন স্কিম)। এটি দেশটির সব নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্যে অসংগঠিত খাতের শ্রমিকদেরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে ভারতীয় শ্রম মন্ত্রণালয়ের সূত্র।

ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে থাকবেন ইলন মাস্কও

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভার প্রথম বৈঠক হতে চলেছে বুধবার (২৬ ফেব্রুয়ারি)। এই বৈঠকে সাধারণত মার্কিন কংগ্রেস অনুমোদিত মনোনীত সদস্যরা উপস্থিত থাকেন। এবারের বৈঠকে উপস্থিত থাকবেন ট্রাম্পের প্রধান অর্থদাতা ও উপদেষ্টা ইলন মাস্কও।

ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ভারতের চারটি প্রতিষ্ঠানে ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পেট্রলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চিলিতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, জরুরি অবস্থা ঘোষণা

চিলিতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শুরু হওয়া এই বিভ্রাটের ফলে রাজধানী সান্তিয়াগোসহ প্রায় পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত হয়।

Advertisement

ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প-পুতিনের সঙ্গে আলোচনায় কে হবেন ইউরোপের প্রতিনিধি?ইউক্রেন যুদ্ধ নিয়ে আসন্ন শান্তি আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব কে করবেন, তা নিয়ে বিতর্ক চলছে। ইউক্রেন এরই মধ্যে ইউরোপকে একজন একক প্রতিনিধি ঠিক করার আহ্বান জানিয়েছে। যদিও নির্দিষ্ট কারও নাম প্রস্তাব করা হয়নি। তবে ইউরোপের ভেতরে এ নিয়ে মতবিরোধ রয়েছে।

সুদানে সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ৪৬

সুদানে একটি সামরিক প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪৬ জন নিহত হয়েছে। রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় সামরিক প্লেনটি বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আঞ্চলিক সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই অঞ্চলের গভর্নর মাইকোলা কালাশনিক বুধবার বলেছেন, কিয়েভ অঞ্চলে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত আরও চারজন আহত হয়েছে। এসব হামলায় বেশ কিছু বাড়িতে আগুন ধরে গেছে।

কেএএ/জিকেএস