জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য, ৬ হাজার মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬৪৭৮টি মামলা ও ৩২ লাখ ৬৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৭টি গাড়ি ডাম্পিং ও ৯৪৩টি গাড়ি রেকার করা হয়েছে।

Advertisement

বুধবার (২৭ মার্চ) ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১১৪টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৪টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১১৬৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, বিভিন্ন স্টিকার ব্যবহার করার জন্য ১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৮৯৬টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১১৩টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২০টি ভিডিও মামলা করা হয়।

উল্লেখ্য, রুটিন ওয়ার্ক হিসেবে ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীতে নিয়মিত এ অভিযান পরিচালনা করে থাকে।

Advertisement

জেএইচ/জেআইএম