তথ্যপ্রযুক্তি

এবার ফেসবুক ম্যাসেঞ্জারে ডার্ক মোড!

ইউটিউবের পর এবার ফেসবুক ম্যাসেঞ্জারে আসছে ডার্ক মোড ফিচার। এরই মধ্যে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে ফেসবুক।

Advertisement

তবে কোন কোন দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি ছাড়া হয়েছে তা জানা যায়নি।

জানা গেছে, ব্যবহারকারীরা অ্যাপের মি সেকশনে ‘ডার্ক মোড’ ফিচার দেখতে পাবেন। ব্রাইটনেস বাড়িয়ে ফিচারটি পরীক্ষা করার সময় চোখে বেশি আলো পড়তে পারে।

ব্যাটারি সাশ্রয়ের অন্যতম বড় বাধা স্ক্রিনের উজ্জ্বলতা বা হোয়াইট মোড। স্ক্রিন কালারও ব্যাটারি খরচ করে বেশি। এমন চিন্তা করে গত বছর এফ৮ কনফারেন্সে এমন ফিচার আনার ঘোষণা দিয়েছিল ফেসবুক।

Advertisement

এর আগে গেল ফেব্রুয়ারিতে ম্যাসেঞ্জারে পাঠানো মেসেজ ১০ মিনিটের মধ্যে ডিলিট করার সুবিধা চালু করে ফেসবুক।

এএ