রাজনীতি

জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে থাপ্পড় মেরেছে : রব

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে সরকারকে থাপ্পড় মেরেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

Advertisement

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

রব বলেন, ‘২৯ ও ৩০ ডিসেম্বর সরকার জনগণকে অপমান করেছে। গতকাল জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে আপনাদের থাপ্পড় মেরেছে। জনগণ বলে দিয়েছে, এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর রাষ্ট্র নয়। ২৯ তারিখে বাংলাদেশ নামক রাষ্ট্রটা নিহত হয়েছে। ২৯ ও ৩০ তারিখে প্রশাসন, ইউনিফর্ম পরিহিত বাহিনী ভোটচুরির মাধ্যমে রাষ্ট্রকে বিলীন করে দিয়েছে। এটা আর এখন রাষ্ট্র নেই।’

Advertisement

রব বলেন, ‘আওয়ামী লীগ একটি স্বৈরাচারের দল। কোনো স্বৈরাচার সরকার থাপ্পড়ে বিদায় হয় না। তাদের বিদায় করতে হবে। ভোটারবিহীন নির্বাচন থেকে শিক্ষা না নিলে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এটা শান্তিপূর্ণ হবে কী না জানি না।’

তিনি বলেন, ‘আপসে লাভ হবে না, এদের সরাতে হবে। এরা চোর, রাষ্ট্র দখল করে নিয়েছে। এদের তাড়াতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হোক আজকে পহেলা মার্চের শপথ।’

প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে রব বলেন, ‘মিথ্যা কথা বলে হাসির জন্য নোবেল প্রাইজকে পাবে? মোনালিসা পাবে? না। মিথ্যা কথা বলে হাসি দেয়ার জন্য নোবেল দেয়া হলে বাংলাদেশের একজন এ পুরস্কার পাবেন।’

জেএসডি সিনিয়র সহ-সভাপতি এমএ গোফরানের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালন করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

Advertisement

সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিকল্প ধারা বাংলাদেশের (একাংশ) মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমদ বাদল প্রমুখ।

এইউএ/এনডিএস/পিআর