জাতীয়

অভিযানের সুফল, মাপ সঠিক হচ্ছে ইটভাটায়

পরিমাপে কারচুপি করে ভোক্তা ঠকানো ইটভাটা মালিকদের নিয়মিত কাজ। এ অপকর্ম বন্ধে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সারাদেশে একযোগে চলে অভিযান। জরিমানার কবলে পড়ে প্রায় পাঁচ শতাধিক প্রতিষ্ঠান। বছর না যেতেই এ সুফল আসতে শুরু করেছে। বদলে যাচ্ছে ইটভাটা। সঠিক হচ্ছে পরিমাপ। এর প্রমাণ মিলেছে অধিদফতরের অভিযানে।

Advertisement

সোমবার ঢাকার অদূরে আমিনবাজার এলাকায় ১৪টি ইটভাটায় অভিযান পরিচলনা করা হয়। এ সময় বেশিরভাগ ভাটায় নিয়মনীতি মেনে সঠিক পরিমাপে ইট তৈরির প্রমাণ পায় অধিদফতর। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।

অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জাগো নিউজকে বলেন, ইটভাটার পরিমাপের কারচুপি বন্ধে গত এক বছর ধরে অভিযান পরিচালনা করছে অধিদফতর। এর সুফল মিলতে শুরু করেছে। সোমবার আমিনবাজারে ১৪টি ইটভাটায় অভিযান পরিচলনা করা হয়। এ সময় ১১টি ভাটায় সঠিক পরিমাপে ইট তৈরি করতে দেখা যায়। এটি ইতিবাচক দিক। কারণ এক বছর আগেও বেশিরভাগ ভাটায় ইট তৈরিতে কারচুপি করছে দেখা যেত। এখন ব্যাপক পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, ভাটাগুলো নিয়মনীতি মেনে ইট তৈরি করছে। ভোক্তাদের ন্যায্য পরিমাপে ইট দিচ্ছে। এটিই আমাদের সফলতা। এভাবে প্রতিটি সেক্টরে পরিবর্তন প্রয়োজন। পরিবর্তন হচ্ছে। এ রকম সব খাতে পরিবর্তন আসুক এটাই আমারা চাই। ভোক্তার ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করাই আমাদের কাজ। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সবাই মেনে ব্যবসা করবে এটাই আমাদের প্রত্যাশা।

Advertisement

সোমবারের অভিযানে ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটির নামফলকে ত্রুটিসহ কিছু সমস্যা পাওয়া যায়। এসব অভিযোগে তিন প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতে এসব সমস্যা সংশোধন করা হবে মর্মে- তাদের সতর্ক করা হয়েছে।

এদিকে অধিদফতর সূত্রে জানা গেছে, গত এক বছরে সারাদেশে প্রায় পাঁচ শতাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় দুই কোটি টাকা জরিমানা করা হয়।

ইট তৈরির জন্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সঠিক পরিমাপ নির্ধারণ করেছে। সংস্থা‌টির পরিমাপ অনুযায়ী, প্রতিটির ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, প্রস্থ ১১ দশমিক ৫ সেন্টিমিটার ও উচ্চতা ৭ সেন্টিমিটার। কিন্ত‌ু প্র‌তিষ্ঠানগু‌লো ইট তৈরি‌তে স‌ঠিক প‌রিমাপে ইট তৈরি না করায় অভিযানে নামে ভোক্তা অধিদফতর।

এসআই/বিএ

Advertisement