জাতীয়

শিক্ষাসফরের খাবার খেয়ে অসুস্থ ৭ শিক্ষার্থী, ঢামেকে ভর্তি এক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষাসফরের খাবার খেয়ে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে শিমুল হোসেন (১৮) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

তারা হলেন- মোছা. সাদিয়া আক্তার পাপড়ি (১৮), মো. সাব্বির আহমেদ (১৯), মোছা. মনিকা (১৭), মোছা. নুসরাত (১৭), শিমুল হোসেন (১৮), মোছা. সামিয়া আক্তার (১৮), মোছা. রাবেয়া আক্তার (১৭)। তারা সবাই রাজধানীর শেওড়াপাড়ায় অবস্থিত ইনস্টিটিউট অব সায়েন্স ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইএসআইটি) কলেজের শিক্ষার্থী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে ভর্তি দেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইএসআইটির শিক্ষক এস এম আব্দুল খালেক জাগো নিউজকে জানান, কলেজের পক্ষ থেকে বাৎসরিক শিক্ষাসফরে নারায়ণগঞ্জ সোনারগাঁও পানামা সিটিতে যাই। সেখান থেকে ফেরার পথে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে এলে হঠাৎ বাসের ভেতরে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদের ঢাকা মেডিকেলে নিয়ে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, খাবার খেয়ে অসুস্থ হয়ে সাতজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।এরমধ্যে ছয়জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ও একজনকে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত গরম ও সাউন্ড সিস্টেমের কারণে ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

কাজী আল-আমিন/এমএএইচ/জিকেএস