খেলাধুলা

আর্সেনালকে এফএ কাপ থেকে বিদায় করে দিল ম্যান ইউ

ম্যাচের আগে থেকেই উত্তাপ ছড়াচ্ছিল ইংল্যান্ডের দুই পাওয়ার হাউজ ক্লাবের এই লড়াই। ম্যাচের শুরু থেকেই এর উত্তাপ টের পেলো পুরো ফুটবল বিশ্ব। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এসে তাদেরকে ১-৩ ব্যবধানে হারিয়ে এফএ কাপ টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।

Advertisement

সুলশায়ারের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়রথ যেন ছুটছেই। তার অধীনে খেলা ৮ ম্যাচের ৮টিতেই জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমিরেটসে শুরু থেকেই ইউনাইটেড আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত।

আর্সেনালের সাবেক খেলোয়ার এলেক্সিস সানচেজ ম্যান ইউর হয়ে গোলের খাতা খোলেন। গোল করে সাবেক ক্লাবের প্রতি সম্মান দেখিয়ে সেটিকে উদযাপন করেননি এই চিলিয়ান ফরোয়ার্ড।

এর ঠিক দুই মিনিট পর আবারও এগিয়ে যায় ইউনাইটেড। এবার হেসে লিনগার্ড গোল করে ইউনাইটেডকে ০-২ ব্যবধানে এগিয়ে দেন। দুই গোলের দুটিতেই এসিস্ট করেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু।

Advertisement

তবে বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে এক গোল শোধ দেয় আর্সেনাল। অবেমায়েংয়ের গোলে ১-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় গানাররা। বিরতি থেকে ফিরেও গোলের চেষ্টা চালায় উনাই এমেরির দল। কিন্তু গোল পাচ্ছিল না তারা। উল্টো ম্যাচ শেষের ৭ মিনিট আগে মার্শিয়াল ইউনাইটেডের হয় তৃতীয় গোল করলে ১-৩ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যান ইউ।

আরআর/আরএস