সিলেটের গোয়াইনঘাটে পরীক্ষা শেষে চাচির জানাজায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপরে উপজেলার সতি এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন, উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে রিফাত আহমেদ কিবরিয়া ও তার চাচাতো ভাই একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান। তারা দুজন গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার রাতে সিলেটের একটি হাসপাতালে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান রিফাত আহমদ ও আবু সুফিয়ানের ভাবি রেফা বেগম। পরে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মারা যান রেফা বেগমের শাশুড়ি সহিজুন বেগম। বুধবার বাদ যোহর সহিজুন বেগমের জানাজা ছিল।
এ জন্য বুধবার দুপুরে গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে একই মোটরসাইকেলে বাড়ি ফিরেছিলেন তারা। উপজেলার সতি এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ব্যাটারিচালিত অটোরিকশা রিফাত আহমদ ও আবু সুফিয়ানের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে রিফাত আহমদ ও হাসপাতালে নেওয়ার পর আবু সুফিয়ান নিহত হন।
Advertisement
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা গেছেন। অন্যজন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেছেন। আইনি কার্যক্রমের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আহমেদ জামিল/আরএইচ/জিকেএস