কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরসহ কয়েকজন নেতাকে ধাওয়া দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। তবে ধাওয়া দেয়ার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।
Advertisement
এ ব্যাপারে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফরুক হাসান বলেন, ‘ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে এ ঘটনা ঘটেছে। আমরা বাংলা একাডেমির ভেতরে বসে আড্ডা দিচ্ছিলাম। এ সময় সাত থেকে আটটি বাইকে করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী আমাদের ধাওয়া দেয়। তখন আমরা কয়েকজন বের হয়ে যেতে পারলেও আমাদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরসহ তিন-চারজন বাংলা একাডেমিতে আটকা পড়ে। পরে প্রক্টরিয়াল টিম তাদের উদ্ধার করে।’
ধাওয়া দেয়ার অভিযোগ অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই।
উল্লেখ্য, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেলে প্রার্থী দেয়ার কথা রয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের। ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা রয়েছে আগামী ১১ মার্চ।
Advertisement
এমএইচ/জেডএ/পিআর