আন্তর্জাতিক

ঐতিহ্য মেনে হোয়াইট হাউজে চায়ের আড্ডায় ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন

ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নর্থ পোর্টিকোতে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প পৌঁছানোর পর বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন তাদের অভ্যর্থনা জানান।

Advertisement

দুই পরিবার একসঙ্গে হওয়ার সময় সংবাদকর্মীরা চিৎকার করে কয়েকটি প্রশ্ন করেন। কিন্তু বাইডেন কিংবা ট্রাম্প কেউই প্রশ্নগুলোর কোনো উত্তর দেননি। এর পরপরই তারা হোয়াইট হাউজে প্রবেশ করেন। সেখানে তারা চায়ের আড্ডায় যোগ দেবেন বলে জানা গেছে।

ট্রাম্প ও বাইডেনের মধ্যে চায়ের আড্ডাটি হবে বন্ধ দরজার পেছনে, যেখানে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ। ট্রাম্প হোয়াইট হাউজে আসার ঠিক আগে বাইডেনকে জিজ্ঞাসা করা হয়, তিনি তার বিদায়ী দিনটি কীভাবে অনুভব করছেন। উত্তরে বাইডেন বলেন, ভালো।

চায়ের আড্ডার এই ঐতিহ্যটি শুরু হয় ১৮৩৭ সাল থেকে। তৎকালীন প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বিউরেন ও অ্যান্ড্রু জ্যাকসনের সময়। তবে ২০২১ সালে ট্রাম্প এই ঐতিহ্য ভেঙে দেন ও বাইডেনকে চায়ের আমন্ত্রণ না জানিয়েই হোয়াইট হাউজ থেকে বিদায় নেন। সে সময় ট্রাম্প মিথ্যা দাবি করেছিলেন যে, ২০২০ সালের নির্বাচনে তিনিই জয়ী হয়েছেন।

Advertisement

এই ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠা বাইডেন ও ট্রাম্পের মধ্যকার রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও সৌজন্যমূলক একটি পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।

সূত্র: বিবিসি

এসএএইচ

Advertisement