জাতীয়

নিরাপদ ভোটসহ পাঁচ দাবি কোটা সংস্কার আন্দোলনকারীদের

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপদ ভোটসহ পাঁচ দফা দাবিতে লিফলেট বিতরণ করছে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

Advertisement

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ শিরোনামে এ লিফলেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেন, আহমদ কবির, বিন ইয়ামিন মোল্লা, জাহিদুল ইসলাম নোমান, জালাল আহমেদ প্রমুখ।

এর আগে সংগঠনটির পক্ষ থেকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টকে 'তারুণ্যের ইশতেহার ভাবনা' শীর্ষক তারুণ্যের প্রত্যাশা পৌঁছে দেয়। যাতে করে দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে তারুণ্যের প্রত্যাশাকে প্রাধান্য দেয়।

তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- নিরাপদ ভোট, নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ সড়ক, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনে হামলাকারীদের বিচার, নির্বিচারে হামলা-মামলা ও গ্রেফতার বন্ধ এবং গণমানুষের নিরাপত্তা প্রদান।

Advertisement

এছাড়া এসব দাবিসহ দ্রুত দেশে সেনাবাহিনী নামানোর দাবিতে আলোচনা, মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলেও জানান পরিষদের নেতারা।

এমএইচ/এমএমজেড/আরআইপি