গাজীপুরের গাছা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসে সংঘর্ষে সিয়াম হোসাইন (১৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
Advertisement
গত শনিবারে বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ফুপা মুক্তার হোসেন বলেন, আমার ভাতিজা তার বাবার সঙ্গে ব্যবসা দেখাশোনা করত। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে অটোরিকশায় গাছা এলাকা যাওয়ার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমার ভাতিজা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। অবস্থার অবনতি দেখে আমরা ভাতিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে আজ সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
তিনি আরও জানান, আমার ভাতিজার বাসা গাজীপুরের জয়দেবপুর এলাকায়। সে ওই এলাকার আনোয়ার হোসেনের সন্তান। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল বড়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এএমএ/এমএস
Advertisement