দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Advertisement
দলটির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর ভূমিকা ছিল প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিরলস ভূমিকার জন্য তিনি সাংবাদিক জগতে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সত্য প্রতিষ্ঠায় ন্যায়ের পক্ষে তার লেখনি ছিল দুর্বার। সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধসম্পন্ন বিশাল নৈতিক গুণের অধিকারী ছিলেন মরহুম আবু বকর চৌধুরী।’
ফখরুল বলেন, ‘সাংবাদিকতা জগতে তার অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মানুষের বাক-ব্যক্তি ও গণমাধ্যমের স্বাধীনতা যখন স্বৈরাচারের কবলে নিষ্পেষিত তখন তার মৃত্যু গণতন্ত্রকামী মানুষের জন্য এক বিরাট ক্ষতি। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। পরম করুণাময় আল্লাহর দরবারে মোনাজাত করি তিনি যেন মরহুম আবু বকর চৌধুরীকে বেহেস্ত নসিব করেন।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম আবু বকর চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Advertisement
কেএইচ/এমএমজেড/জেআইএম