আন্তর্জাতিক

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২৩

নেপালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ি হাইওয়েতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, একটি কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের বহন করে নিয়ে যাচ্ছিল বাসটি।

Advertisement

পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহি বলেন, দাং জেলায় শিক্ষা সফর শেষে বাসে করে ঘোরাহি শহরে ফিরছিল শিক্ষার্থী এবং শিক্ষকদের ওই দলটি। শুক্রবার ফেরার পথে তুলসিপুর শহরের কাছে দুর্ঘটনা কবলিত হয় বাসটি।

ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় বাসটি রাস্তা থেকে ৭শ মিটার নিচে পড়ে যায়। তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে ১৩ পুরুষ এবং তিন নারীর মরদেহ উদ্ধার করেছি।

বাহাদুর শাহি বলেন, দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, আহতদের মধ্যে দু'জনের অবস্থা বেশ গুরুতর।

Advertisement

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৪শ কিলোমিটার পশ্চিমে প্রত্যন্ত এলাকায় দুর্ঘটনা ঘটায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।

টিটিএন/এমএস