৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস। রোববার সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন বাংলাদেশের রাষ্টদূত এম আবু জাফর।
Advertisement
আলোচনা সভার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান রাহাত বিন জামানের সঞ্চালনায় আলোচনার সভায় মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্টপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ ছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন- বাংলাদেশ অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার নাসিম, পারভেজ মনোয়ার, জনি আলমগীর, সাইফ ইসলাম প্রমুখ।
তামিম হাসান, ভিয়েনা অস্ট্রিয়া থেকে/এনডিএস/এমএস
Advertisement