তাইওয়ানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিয়েছে চীন।
Advertisement
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাংগ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের সঙ্গে রাষ্ট্রীয় ও সামরিক যোগাযোগ বন্ধ করতে হবে।
তিনি আরও বলেছেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রিও বন্ধ করতে হবে। শুধু তাইওয়ান নয় চীনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় এমন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।
যুক্তরাষ্ট্র বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে চীনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে ওয়াশিংটন অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
Advertisement
এর আগে চীর বহুবার ঘোষণা করেছে, তাইওয়ান হচ্ছে দেশটির অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানের স্বাধীনতা কখনোই মেনে নেয়া হবে না। স্বাধীনতা ঘোষণা করলে তাইওয়ানকে সামরিক উপায়ে জবাব দেয়া হবে।
সূত্র : পার্সটুডে
এমবিআর/পিআর
Advertisement