রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাব। এ সময় মাদক ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও সেবনের অভিযোগে ৪৬ জনকে আটক করা হয়।
Advertisement
পরে ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১১ জনকে অর্ধলাখ টাকা জরিমানা ও এক কিশোরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত থেকে মঙ্গলবার (১৪ আগস্ট) ভোর পর্যন্ত র্যাব-৪ রাজধানীর মিরপুর, দারুস সালাম ও শাহআলী থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, অভিযানকালে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। মাদক ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ করায় ভ্রাম্যমাণ আদালত ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। মাদক সেবনের বিষয়টি স্বীকার করায় ১১ জনকে সাড়ে ৪৮ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। আর মাদক সেবনে ভারসাম্যহীন এক কিশোরকে টঙ্গীস্থ কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
Advertisement
জেইউ/এএইচ/পিআর