আন্তর্জাতিক

পাকিস্তানে ধ্বংস হওয়া স্কুল পুনর্নির্মাণের আহ্বান মালালার

পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কয়েকদিনের মধ্যেই দলের প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এ অবস্থায় দেশটিতে উগ্রবাদীদের হামলায় ধ্বংস হওয়া স্কুলগুলো পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

Advertisement

গত শুক্রবার পাকিস্তানের উত্তরাঞ্চলে বোমা হামলা ও আগুন দিয়ে ১২টি গার্লস স্কুল পুড়িয়ে দিয়েছে উগ্রবাদীরা। মালালা এসব স্কুল পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার এক টুইট বার্তায় মালালা বলেন, ‘বই হাতে থাকা মেয়েদেরকেই বেশি ভয় পায় জঙ্গীরা।’

বোমা হামলা ও আগুন দিয়ে ১২টি গার্লস স্কুল ধ্বংস করা হলেও কেউ হতাহত হয়নি। ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানও। দায়িত্ব নেয়ার পর নিরাপত্তা জোরদারের কথাও বলেছেন তিনি।

মালালা ছাড়াও নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ হামলার নিন্দা জানিয়ে স্কুলগুলোকে নিরাপদ করার দাবি জানিয়েছে।

Advertisement

আরএস/এমএস