দেশজুড়ে

শেরপুরের এক কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে ২১ শিক্ষার্থী

শেরপুর জেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের অন্যতম বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজ থেকে এ বছর ২১ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। গেলো রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এটি কলেজের জন্য একটি গর্বের মুহূর্ত, যা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের ফল বলে জানিয়েছেন শিক্ষকরা।

Advertisement

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী রেশমি বলেন, এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমি আমার পরিবার এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।

অন্যদিকে সুপ্তি জানান, মেডিকেল কলেজে ভর্তি হওয়া আমার স্বপ্ন ছিল। আমি কঠোর পরিশ্রম করেছি এবং এখন আমি আমার লক্ষ্য অর্জন করতে পেরেছি।

অভিভাবকরাও এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। এক শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে, এটি আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়। আমি তার ভবিষ্যতের জন্য আশাবাদী।

Advertisement

শেরপুর সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী বলেন, আমরা এর থেকেও বেশি আশা করেছিলাম। তবে বিগত বছর থেকে এ বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ বেশি পেয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন বলেন, প্রতিবছর এই কলেজ থেকে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়ে থাকে। এই কৃতী শিক্ষার্থীদের কলেজ থেকে সংবর্ধনা দেওয়া হবে, যা তাদের উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও সফলতা অর্জনে প্রেরণা জোগাবে।

ইমরান হাসান রাব্বী/এফএ/জেআইএম

Advertisement