বায়ুদূষণ তালিকায় বিশ্বের ১২৪টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয় এবং এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভো।
Advertisement
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা ২৬মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
আরও পড়ুন:
ঢাকা-দিল্লি-লাহোরের বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’দূষণবিরোধী অভিযান সারা বছর চালাতে হবেদূষণ তালিকার শীর্ষে থাকা সারাজেভোর স্কোর ৪৪৬ অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরের বাতাসও বিপজ্জনক অবস্থায় আছে।
Advertisement
আর তৃতীয় নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরটির দূষণ স্কোর ২৮৯ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এর আগে সোমবারও লাহোর, দিল্লি ও ঢাকা, এই তিনটি শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এসএনআর/জেআইএম
Advertisement