খেলাধুলা

ক্যারিবীয়দের চেপে ধরেছে টাইগার বোলাররা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের করার ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের অষ্টম ওভারের মধ্যেই টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশি বোলাররা।

Advertisement

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৪ উইকেটে ৮২ রান। শেষের ১০ ওভারে তাদের জিততে প্রয়োজন ৯০ রান। ওয়েস্ট ইন্ডিজের আশার প্রতীক হয়ে টিকে রয়েছেন ওপেনার আন্দ্রে ফ্লেচার।

রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইন্ডিজ ওপেনার এভিন লুইসকে সাজঘরে ফেরত পাঠান মোস্তাফিজুর রহমান। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি উইন্ডিজ ওপেনার। ফিরে যান রানের খাতা খোলার আগেই।

চতুর্থ ওভারে আবারো আঘাত হানেন মোস্তাফিজুর। ফিরিয়ে দেন ভয়ঙ্কর আন্দ্রে রাসেলকে। পরের ওভারে মারলন স্যামুয়েলসকে ফেরান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অষ্টম ওভারের প্রথম বলে উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিনের উইকেট তুলে নেন রুবেল হোসেন।

Advertisement

এসএএস/এমএস